যদি ভালোবাসতে চাও (হার্ডকভার) |
||
Author | : | আরিফ মাহমুদ |
---|---|---|
Category | : | ইসলামি বই: আত্ম উন্নয়ন, ইসলামি বই, |
Publisher | : | আর রিহাব পাবলিকেশন্স |
Price | : | Tk. 204 |
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
প্রিয় ভাই ও বোন! কত ছোট্ট আমাদের এই জীবন! কত অল্প সময় আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি! সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহয় হাসান সনদে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—
‘আমার উম্মতের হায়াত ৬০ হতে ৭০ বছরের মাঝখানে। খুব কম সংখ্যক লোকই এই সীমানা অতিক্রম করতে পারে।’
প্রিয় ভাই! ছোট্ট এই জীবনে আপনার এত সময় কোথায় যে, কারো সঙ্গে ঝগড়াঝাটি করবেন, কারো সঙ্গে শত্রুতা জিইয়ে রাখবেন? হিংসা-বিদ্বেষ শত্রুতা কখনো আপনাকে শান্তি দেবে না; সবসময় আপনাকে অস্থির করে রাখবে; আপনার জীবনের সুখ ও সৌন্দর্যগুলোকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেবে।
আপনি যদি সুখময়, সুন্দর ও পরিচ্ছন্ন জীবন চান, তবে সবাইকে ভালোবাসুন। পরিবারে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান সবার মাঝে ছড়িয়ে দিন ভালোবাসার নির্মল পরশ।
আপনি এমন প্রিয় সন্তান হোন, যাকে দেখে মা-বাবার চক্ষু শীতল হয়।
এমন একজন বাবা হন, যাকে পেতে সন্তানরা ব্যাকুল হয়ে থাকে।
আপনি এমন এক স্বামী হন, যার প্রতীক্ষায় প্রিয়তমা স্ত্রী বিনিদ্র রজনি যাপন করে।
আপনি এমন এক প্রতিবেশী হন, যাকে দেখে অপর প্রতিবেশীর হৃদয় ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে।
আপনি এমন এক মুমিন হন, যাকে দেখে অপর মুমিনের মুখে হাসি ফুটে ওঠে।
পরিবার থেকে সমাজ সর্বত্র আপনি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন; আপনি আপনার জীবনে দেখতে পাবেন এক আশ্চর্য পরিবর্তন; আপনি খুঁজে পাবেন জীবনের নতুন অর্থ।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে ভালোবাসতেন। আপন পরিবার থেকে নিয়ে মদিনার সমাজ-জুড়ে ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার অবাধ বিস্তার। সকল সাহাবি অনুভব করতেন তাঁর এই অনুপম ভালোবাসা। সহিহ মুসলিমে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—
‘সেই সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ; তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষন-না তোমাদের মাঝে ঈমান থাকবে; আর তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ঈমান আসবে না, যতক্ষণ-না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব না, যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? সে আমলটি হলো, তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রসার করো।’
হে ভাই! মানুষ স্বভাবগতভাবেই ভালোবাসার কাঙাল; তাই ইউরোপ-আমেরিকার মতো স্বার্থ সর্বস্ব বস্তুবাদী সমাজে ভালোবাসার অনুপস্থিতি তাদের খুব পীড়া দেয়। তাদের তৃষিত হৃদয় হাহাকার করে একবিন্দু ভালোবাসার জন্য। মানুষের মাঝে ভালোবাসা খুঁজে না পেয়ে তারা আজ জানোয়ারকে আপন করে নিয়েছে। কুকুর আর পোষা প্রাণীদের মাঝেই তারা খুঁজে বেড়াচ্ছে একটুখানি ভালোবাসার সুখ।
ওস্তাদ ওয়াহিদ উদ্দিন খান কুয়েতের বিখ্যাত ম্যাগাজিন আল মুজতামে একটি গবেষণা-প্রবন্ধে লিখেন, সম্প্রতি ফ্রান্স থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ‘ফ্রান্সে কুকুরের সংখ্যা ৭ মিলিয়ন, যা সে-দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও চেয়ে বেশি’; অর্থাৎ প্রতি দু-জনের মধ্যে একজনের পোষা কুকুর আছে। কুকুর তাদের মালিকদের সাথে নিকটাত্মীয়দের মতো বসবাস করে। আর প্যারিসের হোটেলগুলোতে কুকুর আর কুকুরের মালিক একসাথে একই পাত্রে খাওয়াকে মোটেই আশ্চর্যের বিষয় মনে করা হয় না। এ সম্পর্কে প্যারিসের প্রাণী-অধিকার-বিষয়ক একটি সংস্থার একজন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হলো, ‘ফরাসিরা কুকুরের সাথে এত ঘনিষ্ঠ আচরণ কেন করে?’ উত্তরে তিনি বললেন—
‘মানুষ স্বভাবগতভাবেই ভালোবাসতে চায়; ভালোবাসা পেতে চায়; কিন্তু এরা মানুষের মাঝে এমন কাউকে পায় না, যার সাথে ভালোবাসা বিনিময় করা যায়; তাই তারা বাধ্য হয়ে কুকুরের মাঝে ভালোবাসা খুঁজে বেড়ায়।’
পশ্চিমাদের বস্তুবাদী সভ্যতা মানুষের কাছ থেকে মানবিকতা ও মনুষ্যত্ব কেড়ে নিয়েছে; ফলে দেখতে-শুনতে মানুষ মনে হলেও আসলে তারা একেকটা রোবট।
জীবন বলতে তারা কেবল বুঝে—হাড়ভাঙা খাটুনি আর পয়সা কামাইয়ের পাশবিক প্রতিযোগিতা। কোনো বন্ধুর জন্য তাদের অন্তর প্রফুল্ল হয় না; বন্ধুকে একটি মুচকি হাসি কীভাবে উপহার দিতে হয়, সেটাও জানে না তারা। আবেগ-অনুভূতি কেমন যেন ভোঁতা হয়ে গেছে তাদের।
আল্লাহ আমাদের হেফাজত করুন। কী করুণ অবস্থা এদের! ইসলাম আমাদের জন্য কত বড় নেয়ামত! তা পাশ্চাত্যের এসব বীভৎস ও কদর্য অবস্থা দেখে আমরা অনায়াসে বুঝতে পারি। তাইতো আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যায় বলি—
‘আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ইসলামকে দীন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে আমি সন্তুষ্ট।’
প্রিয় ভাই! মুমিন ভাইদের ভালোবাসা এক মহান ইবাদাত। সহিহ মুসলিমে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—
‘আল্লাহ তাআলা কেয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার ইবাদাত ও আজমতের জন্য যারা একে অপরকে ভালোবাসত, তারা আজ কোথায়? আজ তাদেরকে আমি আমার বিশেষ ছায়া প্রদান করব; আর আজ এমন একদিন, যেদিন আমার ছায়া ছাড়া আর কারো ছাড় নেই।’
প্রিয় ভাই! মুসলিম-পরিবার ও সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হলো, ভালোবাসা। পাশ্চাত্য ভোগবাদী সংস্কৃতির মরণছোবল যেন আমাদের পরিবার ও সমাজকে ভালোবাসাহীন বিরাণ মরুভূমিতে পরিণত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে—সুখ, শান্তি ও ভালোবাসায় ভরে দিন।
Title | যদি ভালোবাসতে চাও |
---|---|
Author | আরিফ মাহমুদ |
Publisher | আর রিহাব পাবলিকেশন্স |
Pages | 192 |
Edition | 1st Published, 2021 |
Country | Bangladesh |
Language | Bangla |
জন্ম থেকে বেড়ে ওঠা— সিলেটে । পড়াশোনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে । চলচ্চিত্রের প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু । পাশাপাশি চলচ্চিত্রের বিবিধ দিকেও নিজেকে পরখ করে দেখার ইচ্ছা আছে ।
23%
25%
25%
30%
30%
30%
Please login for review