বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ (হার্ডকভার) |
||
Author | : | ড. মোহাম্মদ আমীন |
---|---|---|
Category | : | ক্যারিয়ার উন্নয়ন, বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা, |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
Price | : | Tk. 680 |
বাংলা ভাষায় আছে বিপুল সমার্থক ও সমোচ্চারণ শব্দ। তবে এসব শব্দের অর্থ কাছাকাছি হলেও প্রয়োগে ছোট ভুলে বদলে যেতে পারে পুরো অর্থ।
এই গ্রন্থে তুলে ধরা হয়েছে—
সমার্থক শব্দগুলোর সঠিক অর্থ, বানান ও ব্যবহার
একইরকম উচ্চারিত শব্দের ভিন্ন ভিন্ন মানে
এবং এমন শব্দযুগল, যাদের মাঝে ফাঁকা রাখলে এক অর্থ, জোড়া লাগালে আরেক অর্থ হয়।
যেমন:
‘আমি পাব না’ মানে কিছু না পাওয়ার সম্ভাবনা,
আর ‘আমি পাবনা’ মানে পাবনা জেলায় যাবো।
এই বই পাঠকদের বাংলা শব্দ ও ভাষার সূক্ষ্মতা বুঝতে সাহায্য করবে।
Title | বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ |
---|---|
Author | ড. মোহাম্মদ আমীন |
Publisher | পাঞ্জেরী পাবলিকেশন্স |
ISBN | 9789846345537 |
Pages | 392 |
Edition | 3rd Published, 2023 |
Country | Bangladesh |
Language | Bangla |
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা । ড. মােহাম্মদ আমীন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম সকিনা বেগম। পিতামহ মৌলানা গােলাম শরীফ বড়াে হুজুর নামে খ্যাত। বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. মােহাম্মদ আমীনের আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে। বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা ভাষা নিয়ে এ পর্যন্ত রচিত তাঁর গ্রন্থের সংখ্যা। ত্রিশ । উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি তার লেখালেখির ক্ষেত্র। নানা বিষয়ে তাঁর লেখা। গ্রন্থসংখ্যা ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি। একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব অটোয়া, অন্টারিও, কানাডায় ভাষাবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্বরত আছেন।
30%
50%
25%
25%
25%
25%
20%
30%
30%
25%
25%
25%
Please login for review